দীর্ঘ ৯ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন।। সভাপতি জিতু’ সাম্পদক খোকন

0
83

হাউশ মিয়া, স্টাফ রিপোর্টারঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ০৯ বছর পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই ) বিকেল ৩ ঘটিকায় নোয়াপাড়া হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্যদিয়ে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক যুবলীগের সভাপতি মোঃ জিতু মিয়া-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান খোকন মিয়াকে মনোনীত করা হয়।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মলাই মাষ্টার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন”হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ এডভোকেট মোঃ আবু জাহির

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাধবপুর-৪চুনারুঘাট থেকে নির্বাচিত সংসদ এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী , সাংগঠনিক সম্পাদক শফিকুল চৌধুরী বুলবুল ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এড.মোঃ আবু জাহির এম,পি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে দক্ষ এবং বিচক্ষণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে যে উন্নয়নের রূপরেখা বিদ্যমান তার মূলে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব।

তিনি আরো বলেন, উন্নয়নের স্রোতধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য স্হানীয় নির্বাচন বা অন্যান্য কারণে দল ও নেতার প্রতি সকল মান অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

মাধবপুর-৪চুনারুঘাট আসনের সংসদ বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  এডভোকেট মাহবুব আলী এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ ০৯ বছর পর এই কমিটি গঠনের মধ্যদিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল এবং বেগবান হবে বলে আমি মনে করি।

পরবর্তীতে সকলের উপস্থিতিতে এবং তৃণমূল নেতা-কর্মীদের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতির দিকনির্দেশনায় মোতাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক,কেন্দ্রীয় নেতা এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দের পরামর্শে অনুষ্টান শেষে রাত ১টার সময়

নতুন কমিটির নাম ঘোষনা করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here