সারারাত দুঃখের ঘুম হয় না,
আর ভালোবাসা স্বপ্ন দেখে,
নক্ষত্রপুঞ্জ হতে খ’সে পড়ছে স্মৃতি,
পাতা ছুঁয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে সোনালী মৌমাছি,
ভালোবাসা অপেক্ষায় থাকে,
দুঃখ প্রতীক্ষা,
ভালেবাসা হেমন্তে বুক খুলে দিলে
দুঃখ উল্টে দেয় শীতের কুয়াশা,
দুঃখ এবং ভালোবাসা ঘৃণা ও অহংকারে
যৌবন স্পর্শ করে জীবনের কাছে যায়,
সমুদ্রের গুল্মলতা আর মাছে কোনো ভেদ নেই-
ভালোবাসা নিচে নামে।
উনুনে জল ফুটেছে
দুঃখ তখন ভালোবাসার শয্যায় নিদ্রাহীন।
*********- ******
আতিক আজিজ
ভারপ্রাপ্ত সম্পাদক : দৈনিক আজকালের সংবাদ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান : জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি
ব্যবস্থাপনা পরিচালক : ইস্টিশন মিডিয়া লি:
সভাপতি : বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ
সম্পাদক : কাঁচামাটি ( শিল্প সাহিত্য সংস্কৃতির কাগজ)
সহযোগী সদস্য : জাতীয় কবিতা পরিষদ ( কেন্দ্রীয় কমিটি)।