কুমিল্লা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেবীদ্বারের নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল জননেতা আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় চেয়ারম্যান সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও আপদকালীন ভরণপোষণের ব্যবস্থা গ্রহন করেন। এলাকার বিত্তবানসহ সব স্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চেয়ারম্যান।
এ সময় ৪ নং সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া,দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আসাদুর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন রাকিব,ইমরান আরেফিন ইমু সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।