দেড় বছর যাবত অসুস্থ ! মানবেতর জীবনযাপন করছেন নৃপেন্দ্র পালের পরিবার 

0
200

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দীর্ঘ দেড় বছর যাবত একটি পরিবার অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন করছে এমনি একটি তথ্য প্রকাশ করেন সাংবাদিক সংকর পাল সুমন’র ফেইসবুক আইডি থেকে। যা হুবহু তুলে ধরা হল।

মানবিক পোস্টঃ-

মানবেতর দিন কাটাচ্ছে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের নৃপেন্দ্র পালের পরিবার । দেড় বছর যাবৎ অসুস্থ, বিছানায় । চিকিৎসার অভাবে আস্তে আস্তে হাত পা বেঁকে যাচ্ছে নৃপেন্দ্র পালের । ৪ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ হওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের । শিশুপুত্র রিপন প্রাইমারীর গন্ডি পেরুতেই সংসারের চাপে ভবিষ্যৎ শুধুই অন্ধকার । পিতা মানুষের বাড়ীতে আর কাজে যেতে পারেনা তাই বেঁচে থাকার জন্যে রিপন তেলিয়াপাড়া বাজারে এক দোকানে কাজ নিয়েছে । যা পায় তা দিয়েই চলছে ওরা । নামেই একটি ঘর আছে তাদের । বৃষ্টির সময় ঘরের ভিতর বৃষ্টি ঝড়ে ,রোদের সময় তাপ । নৃপেন্দ্র পালের স্ত্রী নীলিমা জানিয়েছেন এখনো সরকারী কোন সাহায্য সহযোগিতা তাদের ভাগ্যে জুটেনি । ২টি শিশু অসুস্থ স্বামীকে নিয়ে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি ঘর ও স্বামীর চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা চেয়েছেন সমাজের বিত্তবান ও সরকারী কর্মকর্তাদের কাছে ।

বিঃদ্রঃ এই তথ্যটি সোশাল মিডিয়া প্রকাশ করেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সংকর পাল সুমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here