স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণ্যবাড়ী জেলা নাসির নগর উপজেলার দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মুফতি মোযযামিল হক মাছুমী গত ৭ই এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টায় কুমিল্লায় এক বৃদ্ধ পথচারী পারাপারের সময় তার চলার পথে গতিরোধের বাঁধা হওয়ায় মোটরসাইকেল (বাইক) এক্সিডেন্ট করে গুরুতর আহত হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর (ঢাকা) হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাদিন অবস্থায় রয়েছেন তিনি। উনার পরিবারের পক্ষ থেকে দেশবাশীর সকলের কাছে দোয়া কামনা করেন বড় ভাই সাংবাদিক এম এ কাদের।

এফআইআর টিভি অনলাইন এর ম্যানেজিং ডিরেক্টর, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক, মাইটিভি’র সাবেক প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের বলেন, আমি সাংবাদিক মহলের সকল ভাই ও বোনসহ দেশবাসীর নিকট আমার কলিজার টুকরো ছোট ভাই মুফতি মোযযামিল হক মাছুমীর জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন তার বান্দাকে শেফায়ে কামিয়াবি দান করেন। এবং নেক হায়াত দরাজ করেন।
সাংবাদিক মোযযামিল হক মাছুমীর জন্য সকলই দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্রুত শেফা দান করেন।
সাংবাদিক মোযযামিল হক মাছুমী সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির ০৫নং ওয়ার্ড শিমূলঘর গ্রামের মৃত হাজী মোঃ জালাল উদ্দীনের ছেলে। এবং তিনি ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মুবাল্লীগ।