মোঃ এরশাদ আলী, মাধবপুর(হবিগঞ্জ) থেকেঃ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবে এক অনুষ্টানের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
মাধবপুরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রবিবার(১২ মার্চ) সকাল ১১ টায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ এরশাদ আলী। দৈনিক দেশ রূপান্তরের মাধবপুর উপজেলা সংবাদদাতা জালাল উদ্দিন লস্করের সঞ্চালনায় আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) মোঃ আতিকুর রহমান,মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন,বিআরডিবি কর্মকর্তা এএম ফয়সল চৌধুরী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়,যুব লীগ সহ সভাপতি মোঃ হেলাল মিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জননীর স্টাফ রির্পোটার সুজন রায়, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি তোফাজ্জল চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা টিভির প্রতিনিধি মোঃ হামিদুর রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শেখ জাহান রনি, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধিত্রিপুরারি দেবনাথ তিপু,দৈনিক বিশ্ব মানচিত্রের প্রতিনিধি খয়েছ আহমেদ সালমান, দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি মুশিউর রহমান মুর্শেদ, দৈনিক ঢাকার প্রতিনিধি নাহিদ মিয়া, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি হাফেজ শাহআলম হোসাইন ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা দৈনিক দেশ রূপান্তরের দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।পরে অতিথিবৃন্দ কেক কেটে দেশ রূপান্তরের দায়িত্বশীলতার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন করেন।