স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস সংক্রমণে ভারতে টানা চতুর্থ দিনের মতো তিন লাখেরও বেশি রোগী শনাক্ত ও দুই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশটিতে প্রতিদিন দুই লাখেরও বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। হাসপাতালগুলো রোগীতে উপচে পড়েছে। স্থান সংকুলান না হওয়ায় অনেক হাসপাতাল রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে।
হাসপাতালের বাইরে ট্রলিতেই বিনা চিকিৎসায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে। অপরদিকে হাসপাতালগুলোতেও অক্সিজেন অভাবে রোগীরা দমবন্ধ হয়ে মারা যাচ্ছে। জরুরি বার্তার বন্যা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় এখন প্রতিদিনিই নতুন বিশ্ব রেকর্ড হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশটিতে।
এনডিটিভি জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দিল্লির অনেকগুলো শীর্ষ হাসপাতাল অক্সিজেন সংকটের কথা জানিয়েছে জরুরি বার্তা পাঠিয়েছে। নগরীর জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে শুক্রবার ২৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার দেশটির অন্যান্য রাজের মুখ্যমন্ত্রীদের কাছে বার্তা পাঠিয়ে তাদের কাছে অতিরিক্ত অক্সিজেনের মজুদ থাকালে তা দিল্লিকে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
রাজ্যগুলোর মধ্যে সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে ৬৭ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। কর্নাটক ও পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ সংখ্যক নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে।