মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭মে) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন ফুলপুর গড়তে উপজেলা প্রশাসন ও ফুলপুর থানার উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফুলপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল এ-র নেতৃত্ব দেন। দ্বিতীয় দিনের মত ফুলপুরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ফুলপুর বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা বাজার মোড়, শেরপুর রোড মোড় থেকে সার্কেল অফিস পর্যন্ত, হালুয়াঘাট রোড়, হাজী রোড় মোড়সহ বিভিন্ন স্থানে উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও তার সঙ্গীয় ফোর্স, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ হাবিবুর রহমান হাবিব। আজ বুধবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান।
ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান ও ট্রাফিক সাব-ইন্সপেক্টর আজিজুল হক, সাংবাদিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও পুলিশ ফোর্স এসময় উপস্থিত ছিলেন। উক্ত উচ্চত অভিযানে এলাকাবাসী ও সাধারণ জনগণ খুশি হয়েছেন।