ধর্ষণচেষ্টায় অভিযুক্ত তরুণকে ৬ মাস নারীদের কাপড় ধোয়ার নির্দেশ

0
446

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃধর্ষণচেষ্টার অভিযোগে আটক করা হয়েছিল এক তরুণকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক অভিনব সাজা দিলেন তাকে। আদালতের নির্দেশ, ছয়মাস বিনামূল্যে গ্রামের সব নারীর কাপড় ধুতে হবে তাকে। শুধু ধুয়ে দিলেই হবে না, সঙ্গে যেগুলো ইস্ত্রিও করে দিতে হবে। তাহলেই মিলবে জেল থেকে মুক্তি।

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারে এই ঘটনা ঘটে। ভারতের মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দেন যে,  তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে  ফেরত দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here