আইন ভঙ্গ করে কার্যক্রম চালানো বিড়ি-সিগারেটের কারখানা অবিলম্বে চিহ্নিত ও বন্ধ করতে এবং সেসব কারখানায় উৎপাদিত তামাকপণ্যসহ অন্যান্য সামগ্রী জব্দে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার ১৩ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আইন ও বিধিবিধান না মেনে বিড়ি–সিগারেটের বেআইনি উৎপাদন বন্ধে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মাদকদ্রব্য ও নেশাবিরোধী কাউন্সিলের নির্বাহী পরিচালক পারভীন আক্তার ১০ ডিসেম্বর রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী শেখ রোবাইয়াৎ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।