স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকায় প্রস্তাবিত আশ্রয়ন-২ প্রকল্পের সরকারি খাস জমি হতে অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা উপজেলা প্রসাশন। মোবাইল কোর্ট পরিচালনা করে সোহেল মিয়া (৪০) গ্রাম- জাহিদপুর, সাইফুর রহমান(৪৮) গ্রাম- আদিত্যপুর নবীগঞ্জ ২(দুই) ব্যক্তির প্রত্যেককে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। প্রশাসনিক সূত্র আরো জানাযায়, উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেড উত্তম কুমার দাশ। এসময় এস আই বিজয় দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে। অভিযানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেড উত্তম কুমার দাশ।