বুলবুল আহমেদ, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র এ.টি.এম সালামের স্ত্রী, দুই সন্তানের জননী গত মঙ্গলবার বিকেল অনুমান সাড়ে ৫টায় তার পিত্রালয় আজমিরীগঞ্জ থেকে নবীগঞ্জে আসার পথিমধ্যে একটি মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তাৎক্ষণিক অবস্থা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতেই তিনি আত্মীয় স্বজন সবাইকে কাদিয়ে পরপারে চলে গেলেন। “ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”৷
এ মৃত্যু খবরে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে৷ পরদিন বুধবার বিকেল ২টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ দারুল উলুম ঈদগাহ ময়দানে অনুষ্টিত হয়েছে৷ উক্ত জানাজার নাজার নামাজে ইমামতি করেন, মরহুমার কনিষ্ট পুত্র৷
জনাজার নামাযে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, এডভোকেট ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বাসদ নেতা চৌধুরী ফয়সাল শোয়েব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, আলহাজ্ব হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, বিএনপি নেতা মনর উদ্দিন, আকল মিয়া, আব্দুন নুর, রফিক মিয়া, সুন্দর আলী, নুরুল আমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক শওকত আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম , মোশাহিদ আলী সহ বিভিন্ন শ্রেনী পেশার মুসল্লীরা অংশ গ্রহন করেন।
পরে মরহুমার রূহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তিনি জীবদ্দশায় ২ পুত্র সন্তানের জননী ছিলেন। মরহুমাকে রাজাবাদ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এ মৃত্যুতে আত্মীয় স্বজন সহ উপজেলা জুড়ো শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারবর্গের প্রতি নানান শ্রেণি পেশার লোকজন গভীর শোক প্রকাশ করেছেন।