ফজলে রাব্বী,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে নৈরাজ্য,তান্ডব ও পুলিশের অপর হামলার প্রতিপাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি খালেদ মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশের সার্বিক তত্ত্বাবধান করেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ।