নাসিরনগরের প্রতারক লিটন ও তার ছোটভাই যুগান্তরের প্রতিনিধি মনিরের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা পর্ব-০২

0
343

মোঃ আব্দুল হান্নান, নাসির নগর থেকেঃ মঙ্গলবার রাতে নাসিরনগর থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী RAB এর হাতে গ্রেপ্তার হওয়া সদর ইউনিয়নের আব্দুল গাফ্ফারের ছেলে প্রতারক লিটন ( ৩৫) ও তার সহযোগি ছোট ভাই দৈনিক যুগান্তরের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেনের (৩০) নামে ব্রাক্ষণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাঃ শিঃ ৮৭৬/১৮ ও জি ৪৫৭/১৮ ধর্ষণ চেষ্টা মামলা চলমান রয়েছে বলে আদালত সুত্রে জানা গেছে।

মামলার বাদী গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের প্রবাসী রবিউল আওয়ালের স্ত্রী সুহেদা বেগম জানায়,প্রতারক লিটনের কাছে তার স্বামীর পাওনা টাকা চাইতে লিটনের বাড়িতে গেলে টাকা না দিয়ে লিটন তার ছোট ভাই ও লিটনের সকল অপকর্মের সহযোগি দৈনিক যুগান্তরের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ মানিরুল ইসলাম মনির কে নিয়ে সুহেদাকে চুলের মুঠি ধরে টেনে হেচড়েঁ ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক কাপড় চোপড় খোলে ধর্ষনের চেষ্টা চালায়।এ সময় সুহেদার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এগিয়ে আসলে সুহেদা রক্ষা পায়।পরে সুহেদা বাদী হয়ে লিটন ও মনির দুই ভাইকে আসামী করে আব্রাক্ষণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনালে মামলা দায়ের করে।আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্ত সাপেক্ষে দুই আসামীর বিরোদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।পরে আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদী ও তার স্বামী রবিউলকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি প্রদর্ষণ করতে থাকে।পরে ওই ঘটনায় সুহেদা বাদী হয়ে লিটন ও মনিরকে আসামী করে নাসিরনগর থানায় এস,ডি,আর ২৮৮ ও থানার সাধারন ডায়েরী নং ৫২ তারিখ ২/৮/১৯ পৃথক দুটি সাধারণ ডায়েরী দায়ের করে।যাহা আদালতে চলমান রয়েছে।বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে বলে বাদী ও মামলা সুত্রে জানা গেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here