নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ ২০২১ সালের ২৭ ডিসেম্বর (সোমবার) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে উপজেলার পুর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির কাছে জমা দিয়ে অনুমোদন নেওয়ার কথা বলা হলেও উপজেলা কমিটি জেলাতে কমিটি দিতে ব্যর্থ হয়।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা ইউনিয়নে সদস্য সংগ্রহ নবায়ন, কর্মসূচী বাস্তবায়ন করার জন্য নাসিরনগর উপজেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদ সদস্য এডঃ মার্সেলা সুইটি হালদার-কে দায়িত্ব দেয়া হয়। নেতৃবৃন্দরা দায়িত্ব পাওয়ার পর নাসিরনগর উপজেলায় বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পালন করার জন্য তারিখ বার বার চাওয়ার পরও বিভিন্ন অজুহাতে জেলা কমিটির নির্দেশকে উপেক্ষা করে সংগঠনের শৃংখলা বিরোধী কাজ করে উপজেলা দায়িত্বপ্রাপ্ত দুইজন।তারা বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী পালন করার তারিখ দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সম্মানীত সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা কৃষিবিদ হাসান এবং আওয়ামী স্বেচ্ছা জাতীয় পরিষদ সদস্য এডঃ মার্সেলা সুইটি হালদার এই বিষয়ে কেন্দ্রিয় কমিটিতে অবহিত করলে এই মর্মে জেলা কমিটিকেে নির্দেশনা প্রদান করেন যে, ২২/০৯/২০২৩ ইং তারিখ হইতে নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় কেন উপজেলা সেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি- সম্পাদকের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এজন্য গঠনতন্ত্রের ৩৪ এর গ ও চ ধারা মোতাবেক আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সভাপতি নির্মল চৌধুরী দাস /সম্পাদক মোঃ সাখাওয়াত কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে । অন্যথায় এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন ও সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ এর যৌথ স্বাক্ষরে কারন দর্শানোর নোটিশটি ইতিমধ্যে নাসিরনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি – সম্পাদক সহ অবগতির জন্য সংশ্লিষ্টদের বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।