মোঃ আব্দুল হান্নান, নাসির নগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
সোমবার ৭ মার্চ ২০২২ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি,সহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রমুখ।
সভায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে নাসিরনগর সরকারী ডিগ্রি মহাবিদ্যালয় শাখার ছাত্রলীগের উদ্যােগে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাসিরনগর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ তমাল মিঞা।