মোঃ আব্দুল হান্নান নাসির নগর থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। কয়েকজন ডাক্তারকে পদায়ন করা হলেও কেউ কেউ চলে গেছেন মৌলিক প্রশিক্ষণে। অনেকে আবার যোগদানের কয়েক মাসের মধ্যেই প্রেষণে। যেসব ডাক্তার আছেন তারা হিমসিম খাচ্ছেন চিকিৎসা দিতে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকের ২১টি পদের মধ্যে আছে মাত্র ৯ জন। তার মাঝে ৩ জন মৌলিক প্রশিক্ষণ কোর্সে আর মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ৫ জন ডাক্তার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা ব্যবসা। কনসালটেন্ট, গাইনী, সার্জারী, অর্থোপেডিক্স, মেডিসিন সহ ১২টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন যাবৎ খালি। জুনিয়র কনসালটেন্ট পদে ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর পদায়ন করা হয় ডাক্তার ফৌজিয়া মমতাজকে। তিনিও প্রেষণে জেলা সদর হাসপাতালে চলে গেছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চলছে না অপারেশন থিয়েটার। যার ফলে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে নাসিরনগর সহ আশপাশের কয়েকটি উপজেলা থেকে আসা সাধারণ রোগীরা। হাসপাতালে গিয়ে দেখা গেছে রোগীর দীর্ঘ লাইন। অনেকেই ডাক্তার না থাকায় চিকিৎসা না নিয়ে চলে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায়ের সাথে যোগাযোগ করে চিকিৎসক সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসক সংকটের বিষয়টি অবগত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামুল্লাহর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ হাসপাতালের সেবার মান অনেক ভাল। নতুন করে দ্রæত চিকিৎসক পদায়ন করে সংকট সমাধানের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।