নাসিরনগরে জনতার হাতে এক কিশোর চোর আটক

0
175

নাসির নগর প্রতিনিধিঃ ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ ঘটিকার সময় নাসিরনগর সি,এন,জি ষ্টেশন থেকে এক পেশাদার চোরকে হাতে নাতে আটক করেছে জনতা। সে জানায় তার নাম আবুল কাসেম,পিতার নাম আক্তার মিয়া,মায়ের নাম রুহানী বেগম একজন চোর,তার গ্রামের বাড়ি গোর্কণ ইউনিয়নের নুরপুর।সে অটোরিক্সা চালানোর নাম করে বিভিন্ন জায়গা টাকা ও দামী মোবাইল চুরি করে ।আজ সি,এন,জি স্টেশন হিরাজ মিয়ার ফল দোকানের ক্যাশ থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হিরাজ মিয়ার স্ত্রী তাকে আটক করতে যায়।এ সময় সে তার নিজের অটোরিক্সা  হিরাজ মিয়ার স্ত্রীর পায়ের উপর তুলে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।পরে তার অটোরিক্সার আঘাতে হিরাজ মিয়ার স্ত্রীর একটি পা ভেঙ্গে দু ভাগ হয়ে যায়।হিরাজ মিয়ার স্ত্রী বর্তমানে নাসিরনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ পূর্বেও সে ফান্দাউক,শ্যামপুর বাজারে চুরি করতে গিয়ে ধরা পরে।পরে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।জানা গেছে তার বড় ভাইও এলাকার একজন কুখ্যাত চোর।সে বর্তমানে ব্রাক্ষণবাড়িয়া জেলহাজতে রয়েছে। তার মাও একজন চোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here