নাসিরনগরে ঝুকিপূর্ণ ও ভাঙ্গা ব্রীজে যে কোন সময় ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা

0
300

মোঃ আব্দুল হান্নান নাসির নগর থেকেঃ ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর,ফান্দাউক হয়ে লাখাই হবিগঞ্জ সহ সিলেটের সাথে ও রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ও অতিগুরুত্ব পূর্ণ মহাসড়কের নাসিরনগর বুড়িশ্বর সীমানার মহাগঙ্গা নদীর উপর নির্মিত প্রায় শতবর্ষের পুরাতন ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে শত শত বাস,ট্রাক সি,এন,জি,রিক্সা,অটোরিক্সা সহ খাদ্য ও পন্যবাহী ভারী যান বাহন।সম্প্রতি ট্রাকের ধাক্কায় ভেঙ্গে গেছে ব্রীজটির পশ্চিম পাশের রেলিং।ব্রীজের দক্ষিন মাথায় দেখা দিয়েছে পাটল।ভারী যানবাহন চলাচলের কারনে যে কোন সময় ভেঙ্গে বা ধ্বসে পড়ে দেখা দিতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।সরকার ও কর্তৃপক্ষ মানুষ এবং যানবাহনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে দ্রুত ব্রীজটি মেরামতের উদ্যোগ গ্রহন করতে জোরদাবী স্থানীয় জনতা সহ যানবাহনের মালিক চালকদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here