মোঃ আব্দুল হান্নানঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর হাজী রমজান আলীর পুকুরের ও বিভিন্ন বাড়ি ঘরের পানি নিস্কাশনের সরকারী খাল দখলের অভিযোগ উঠেছে মৃত সুখময চক্রবর্তীর ছেলে সুজিত কুমার চক্রবর্তীর বিরোদ্ধে।স্থানীয় বাসিন্দারা জানায়,স্টুডিও পিংকি ও ডালাসের সামনে থেকে নদী পর্যন্ত একটি সরকারী খাল রয়েছে।খালটি দিয়ে হাজী রমজান আলীর পুকুরের পানি সহ বিভিন্ন বাড়ি ঘরের পানি সরানো হয়।সম্প্রতি সুজিত কুমার চক্রবর্তী ও তার ভাইয়েরা মিয়ে খালের ভেতরে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বাধ সৃষ্টি করে সেখানে কংক্রিট দিয়ে ভরে দখল করে রাখছে।এ ছাড়াও সুজিত চক্রবর্তীর বিরোদ্ধে তার গরু দিয়ে মানুষের জমির ও বাড়িঘরের ফসল নষ্ট করা অভিযোগও দীর্ঘদিনের।স্থানীয়রা জানায়,সুজিত কুমার চক্রবর্তী সারাদিন রাত উপজেলা চেয়ারম্যানের অফিসে ও বাসায় ঘুরে বিধায় ভয়ে কেউ মুখ খোলো কথা বলতে সাহস পায় না।জানায় বিষয় গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রসাশনে প্রতি জোরদাবী জানাচ্ছে ভুক্তভোগী সহ স্থানীয় জনগণ।