মোঃ আব্দুল হান্নান, বিশেষ প্রতিনিধিঃ ২৩ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভাগী গ্রামে নিজের বাবার পুকুরে গোসল করতে ও খেলতে গিয়ে পানিতে ডুবে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে ওই ছাত্রের নাম ঋত্বিক বিশ্বাস (১০)। তার বাবার নাম নেপাল বিশ্বাস।ঋত্বিক বিশ্বাস বাঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্র বলে জানায় তার বাবা।নেপাল বিশ্বাস জানায় ওই সময়ে তিনি বাড়িতে ছিলেন না।তখন তিনি চাতলপাড় বাজারে ছিলেন।খবর পেয়ে সেখান থেকে তিনি বাড়িতে আসেন।
স্থানীয়রা ঋত্বিক সকাল অনুমান ১০ ঘটিকার সময় বন্ধুদের সাথে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পুকুরের ভেতরে থাকা ডিঙ্গি নৌকার রশি কোমরে বেধে খেলা করতে থাকে।এক ফাঁকে ডিঙ্গি নৌকাটি উল্টে গেলে ঋত্বিক নৌকার নীচে পড়ে যায়।পরে সহপাটিরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিয়ে আসলে বাড়ির লোকজন দৌড়ে এসে নৌকার নীচ থেকে ঋত্বিকের মৃত লাশ উদ্বার করে।