ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলা যুবদলের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য সচিব এবং সকল যুগ্ম আহ্বায়ক সহ ২৫ জনের একযোগে পদত্যাগ ।
আজ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্হিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নাসিরনগর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিতে বিতর্কিত ও অগ্রহণযোগ্য ব্যাক্তিকে আহবায়ক করার প্রতিবাদে এবং তার প্রতি অনাস্থা এনে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য সচিব এবং সকল যুগ্ম আহ্বায়ক সহ ২৫ জন সদস্য উপজেলা যুবদলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র পেশ করেন। এবং এ বিষয়ে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব এম নাসির উদ্দিন। এসময় সকল যুগ্ম আহ্বায়কগন ও সিনিয়র সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
এর আগে আজ কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর ২৫ জনের পদত্যাগ পত্র কেন্দ্রীয় দফতরে প্রদান করা হয় ।