ভোলাপ্রতিনিধিঃ বরিশালের ভোলা দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতারেক হাওলাদার এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে ওই অফিসের কাম কম্পিটার শাহীন।ভুক্তভোগীরা জানায়, কোন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তার অফিসের কাম কম্পিউটার শাহীন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে।যদি টাকা না দেয় তাহলে তাদের কাজ করবে না উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে জানান শাহীন।
তারই ধারাবাহিকতায় চরপাতা ইউনিয়নের লেজপাতা ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ দলীয় মেম্বার, মোঃনুরে আলম এর খাদ্য বান্ধব কর্মসূচী ডিলার নিয়োগ পত্র দেয়ার পরে। তার কাছে এক লক্ষটাকা দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বলে জানান, ওই অফিসের কাম কম্পিউটার শাহীন। শাহীনের মোবাইল ফোনে টাকা বিকাশে পাঠানোর কথা বলে নুরে আলম মেম্বার কিন্তু তিনি বিকাশে না দিয়ে হাতে দিতে বলেন।পরে ২০ হাজার টাকা নিয়ে আরো পঞ্চাশ হাজার টাকা দাবি করেন শাহীন।বুক্তভোগি নুরে আলম জানায়, কিন্তু আরও পঞ্চাশ হাজার টাকার জন্য খুব চাপসৃষ্টি করে শাহীন যদি টাকা না পায় তাহলে নুরে আলমের ডিলার পত্র বাতিল করে দিবে বলে হুমকি দেয় শাহীন । এব্যাপারে শাহীনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন এটা তার অফিসের ব্যাপার সাংবাদিককে জানাতে নারাজ তিনি আরো বলেন নিউজে নাকি তার কিছুই করতে পারবে না।এব্যপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতারেক হাওলাদারের সাথে একাধিকবার ফোনে ০১৭০৩৪৬৪৩২৬ যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ হয়নি।