আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ‘র মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন,এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ বলেন,আমাদের জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।বিশ্বের মধ্যে আমাদের দেশের শক্ত অবস্থান গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া সম্ভব নয়।
আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে রয়েছি। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশ আগামীতে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচিত হবে।
বিদ্যালয়ে কোন শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবেনা। মোবাইলে যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও আছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতান্ত্রিক পন্থার নির্বাচনকে কেউ অবৈধভাবে বাধাগ্রস্থ করতে চাইলে আমরা তা সহ্য করবোনা। প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে।
কিন্তু মত প্রকাশের নামে অগণতান্ত্রিক কোন কার্যকলাপ মেনে নেওয়া হবেনা।
হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে আপনারা সকলে একসাথে কাজ করবেন।
বর্তমানে জেলার আইনশৃঙ্খলা শান্ত অবস্থায় রয়েছে। এই শান্ত অবস্থায় যেন কেউ আশান্ত পরিবেশ তৈরি করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি এ সময় আরও বলেন,হাওরের দেশীয় মাছের বংশ আগামীতে যারা নির্বংশ করতে চাইবেন তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও সরকারি অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্বশীল সকলের প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার(২৯ আগস্ট)সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেবী চন্দ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,অধ্যক্ষ স্বপন কুমার দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃশামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব,মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক
ভানু চন্দ চন্দ, কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল,যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া,মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া,পল্লী বিদ্যুৎ জোনাল ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, পিআইও মলয় কুমার দাস,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদসহ স্হানীয় পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
এছাড়াও হোসেন,ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,
এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক,উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপূর্বে তিনি বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।