আকিকুর রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পরাজিত মেম্বারের লোকজন বিজয়ী মেম্বারের বাড়িতে হামলা করেছে। হামলায় পুলিশ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রন করতে থানা পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ২৭ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গরায়ের পাড়ায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বানিয়াচং ১ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের বিজয়ী মেম্বার নাসিরুদ্দীন চৌধুরী।
একই ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করে পরাজিত হন চান মিয়া মেম্বার।
নির্বাচন চলাকালীন সময় থেকেই চান মিয়া মেম্বার ও তার লোকজন নাসির মেম্বার ও তার পরিবারের লোকজন ও কর্মী সমর্থকদের কে নানানভাবে বিরক্ত করছিলো।
ঘটনার সময় ও চান মিয়া মেম্বারের লোকজন নাসির মেম্বারের বাড়িতে হামলার প্রস্তুতির খবর পেয়ে নাসির মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জকে অবহিত করে সাহায্য প্রার্থনা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌছলেও চান মিয়া মেম্বারের লোকজন অন্যদিক দিয়ে নাসির মেম্বারের লোকজনের উপর হামলা করে।
হামলা থামাতে গিয়ে বানিয়াচং থানার এসআই রফিকুল ইসলাম,এসআই মনিরুল হক মুন্সি,এসআই ওমর ফারুক,কনেস্টবল সন্তোষ,রাশেদ আল মমিন আহত হয়েছেন।
উভয় পক্ষের আরও অর্ধশতাধিক আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ঘটনায় বানিয়াচং থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংঘর্ষের ঘটনা স্বীকার করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান,পুলিশ এ ব্যাপারে কাজ করছে এবং আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ও
কেউ মারা যায়নি। তবে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেন তিনি।