নেত্রকোনায় রেল স্টেশনের কাছে ময়লার স্তুপ ! দুর্ভোগে পথচারীরা

0
22

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা থেকেঃ নেত্রকোনায় সরকারি কলেজের পাশে রেল স্টেশনের কাছে ময়লার স্তূপ উতকট দুর্গন্ধে জনদুর্ভোগে পরেছে পথচারীরা। জন্ম নিচ্ছে মশা-মাছি ও পোকামাকড়। ময়লা-আবর্জনা থেকে এলাকায় ছড়াচ্ছে জীবাণু।

বৃষ্টির পানি সাথে ময়লার পানি জমে একদিকে যেমন ক্ষতি হচ্ছে অন্যদিকে সৌন্দর্য হারাচ্ছে রেল ক্রসিং এলাকায় থাকা বড় রেল স্টেশন ও সরকারি কলেজের। পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছে পথচারিরা। নেত্রকোনা শহরের পৌরসভার সাতপাই রেল ক্রসিং ১নং ওয়ার্ডের চিত্র এটি।

সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ এ জায়গায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন, নেত্রকোনা সরকারি কলেজ,বিএডিসি সার ও বীজ গোডাউনসহ সরকারি- বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সংযোগ সড়ক এটি। প্রতি দিন হাজার হাজার মানুষ এ পথ অতিক্রম করে তাদের প্রতিষ্ঠানে যাতায়ত করেন।

পথচারিরা সেখান থেকে চলাচলের সময় মুখে মাস্ক থাকলেও দম বন্ধ করে দোঁড়ে পার হন। কারন এখানে রয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। রেল ক্রসিং বাজারের যতো ময়লা আছে সব এখানে নিয়ে ফেলা হচ্ছে। এই ময়লার স্তূপের দুর্গন্ধ এলাকাবাসী অতিষ্ট।

ওইখানে অবস্থিত এক বিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী জসিম উদ্দিন বলেন, একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। আশা করছি, স্টেশনের পাশে ময়লা না ফেলানোর জন্য নেত্রকোনা পৌরসভার মেয়র মহোদয় দ্রুত ব্যবস্থা নিবেন।

এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। অনেকেই বলেন, এখানে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। প্রতিনিয়ত রোগ জীবাণু ছড়াচ্ছে। আবর্জনার গন্ধে রাস্তা দিয়ে চলাচল অনেক কঠিন হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এ জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন।

এ ব্যাপারে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, মানুষের আসা-যাওয়ার স্থানে আবর্জনা ফেলা ঠিক নয়। যেখানে মানুষের চলাচল কম সেখানে ফেলা দরকার। আবর্জনার এই গন্ধে শ্বাসনালিতে ইনফেকশন হয়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এভাবে আবর্জনা ফেলা জনস্বাস্থ্যের জন্য হুমকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here