এম এ কাদের, মাধবপুর থেকেঃ হবিগঞ্জ জেলার মাধপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা উদ্বোধনীয় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলী,সমাজ সেবা অফিসার মাধবপুর উপজেলা । অনুষ্টানে সভাপতিত্ব করেন জন নন্দিত চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সাহেব,৯নং নোয়াপাড়া ইউ‘পি ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান মন্ত্রি শেক হাসিনার সার্বিক সহযোগিতার বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বলেন, সরকার প্রতিটি এলাকার ঘরে ঘরে অসহায় গরীব প্রতিবন্ধীদের সর্বত্র সহযোগিতা করে আসছে যা আমরা আপনাদের মধ্যে বন্টন করে যাচ্ছি । সরকার চায় প্রতিটি মানুষ যেন তার প্রাপ তেকে বঞ্ছিত না হয় ।