সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা কে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৪ জন মারধরের শিকার হন। গুরুতর আহত মিঠু মিয়া কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের মধ্যে ফারুক হোসেন সহ অনন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৯শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় প্রধান সড়কে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর সমর্থকদের সূত্রে জানা গেছে, ১৪১জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ এর সমর্থক মিঠু মিয়ার সাথে নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর সমর্থক লুৎফর রহমান নতুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে । এ বিষয়টি মিঠু মিয়া স্বতন্ত্র প্রার্থী কে জানালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু সংঘটিত হয়ে লাঠি শোঠা সহ লাকড়ীর চলা হাতে নিয়ে দলবেঁধে স্টেশন এলাকায় আসলে ঘটনাস্থলেই উপস্থিত থাকা নৌকা সমর্থকরা ধাওয়া দিলে দু-পক্ষের মধ্যে মারমুখী উত্তেজনা বিরাজ করে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।