পছন্দের প্রার্থী সভাপতি না হওয়ায় অভিমানে এক সমর্থকের আত্মহত্যা !

0
39

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে পছন্দের প্রার্থী রোমা আক্তার কে সভাপতি না করায় নিজের শয়নকক্ষে গলায় চাদর পেচিয়ে আত্মহত্যা করেছে এক সমর্থক। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া( দাসপাড়া) গ্রামে মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) গভীর রাতে কোন এক সময় নিজের শয়নকক্ষে গায়ের চাঁদর পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। মৃত নিকুঞ্জ দাস (৭০) উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মৃত নিমচাঁদ দাসের পুত্র। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের মনীষী লোকনাথ ব্রহ্মচারির একজন পরম ভক্ত ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী রোমা আক্তারের একজন সমর্থক।
বেশ কিছুদিন যাবৎ সে প্রায় প্রতিদিন নাসিরনগর উপজেলা কৃষকলীগ অফিসে যাতায়াত করে আসছিল। বীরমুক্তিযোদ্ধা গোলাম নূরের কন্যা রোমা আক্তার সভাপতি প্রার্থী হওয়াতে তিনি অনেক খুশী কারন স্বপ্ন যোগে মহামনীষী লোকনাথ ব্রহ্মচারির সাক্ষাতে তাকে বলেন, রোমা আক্তার সভাপতি হবে,তোর ইচ্ছা পূরণ হবে। তোর কথা মিথ্যা হবে না রে………।

স্বপ্নযোগে প্রাপ্ত লোকনাথ ঠাকুরের বাক্যটি সে সবার কাছে প্রকাশ করে এবং বলে বেড়ায় একশো তে একশো রোমা আক্তারই নাসিরনগর আওয়ামীলীগের সভাপতি হবে।
এদিকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২(মঙ্গলবার) নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে শেষ পর্যন্ত রোমা আক্তার কে সভাপতি না করে সহ সভাপতি ঘোষণা করা হলে তিনি মনে করেন
লোকনাথ ব্রহ্মচারীর নামে কলংক হয়ে গেছে ।
মূলত এই অভিমানেই গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই সমর্থক।

এ বিষয়ে নাসিরনগর থানার এস আই সারওয়ার ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গলায় চাদর পেচিয়ে লাশ ঝুলানো আছে এবং গলায় দাগও রয়েছে। এ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি আত্মহত্যা করেছে,লাশ মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here