এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে সম্পূর্ন হচ্ছে । এই পর্যন্ত প্রথম থেকে তৃতীয় ধাপের নির্বাচন সম্পূর্ন হয়েছে । এবং চতুর্থধাপের তফসিল ঘোষনাও হয়েছে । আর পঞ্চমধাপের নির্বাচনের তফসিল ঘোষনা করা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । এরই ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর রোজ সোমবার পঞ্চমধাপের নির্বাচনী তফসিল ঘোষনার খবর পাওয়া গেছে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্রে ।
নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্রে এই জানা গেছে, আগামী ২২ নভেম্বর (সোমবার) কমিশনের ৯০তম সভা আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সভার আলোচ্য সূচীতে পঞ্চম ধাপে ইউপি’র সাধারণ নির্বাচনের বিষয়টি রাখা হয়েছে।
ভোটের তারিখ ও কতোটি ইউপিতে পঞ্চম ধাপে ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে ওই কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ডিসেম্বরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। খুব শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০৭টি চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে উনার বক্তব্যে প্রকাশ করেন ।