পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক করা যুবক গ্রেফতার

0
164
এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ পদ্মা সেতুর নাটবল্টু খোলার অভিযোগে মো. বায়েজিদ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৬শে জুন রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম তথ্যটি নিশ্চিত করেন এবং বলেন, তিনি কেন এই কাজ করেছেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক করা সেই টিকটকার বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, রোববার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর দুটি রেলিংয়ের নাটবল্টু খুলে ফেলেন। দ্রুতই ভাইরাল হয় ভিডিওটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here