পবিত্র ঈদুল ফিতর উদযাপন শান্তিপূর্ন করার লক্ষে নড়াইল পুলিশ সুপারের মত বিনিময় সভা

1
383

মোঃ রাসেল হুসাইন, নড়াইল থেকেঃ নড়াইলে পবিত্র ঈদ-উল ফিতর-২০২২ উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ২৩ এপ্রিল শনিবার সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময় করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার মহোদয় বলেন, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশের উপস্থিতি, ফুটপেট্রোল, মোবাইল পেট্রোল, চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে কোথাও যেন কোন প্রকার কাইজ্জা, মারামারি, চুরি, ছিনতাই বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এ সময় তিনি সকল ইউনিট ইনচার্জগণকে ডিউটি মনিটরিং জোরদার করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।

এ সময় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, নড়াইল সহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here