পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জনকে আটক করেছে বিজিবি 

0
326
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে অনুপ্রবেশের দায়ে দুই জনকে আটক করেছেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।
জানা গেছে, আটক ওই ২ জন গত ২ মাস পূর্বে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে পারিজমান। কাজ শেষে শনিবার (২ অক্টোবর) সকালে দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে  বডার গার্ড বাংলাদেশের ( বিজিবি)  ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হবে বলে বিজিবি জানায়।
বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here