পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধনের দায়ে ভ্রাম্যমান আদালতে আড়াই লক্ষ টাকা জরিমানা

0
276

আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ক্ষতিকর ও নিষিদ্ধ কীটনাশক দিয়ে মাছ নিধন ও পানির ক্ষতি করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক মৎস্যজীবীকে আড়াই লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

অভিযুক্ত আলী হোসেন (৩৫) বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউড়ি গ্রামের কলিম উল্লাহর পুত্র।
৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮টায় উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফখানী মহল্লায় এই ভ্রাম্যমান আদালটি পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ। মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ ধারা ৩১ এর (১) ও (২)ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

জানা যায়, এই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জনসাধারনের নিত্য ব্যাবহৃত একটি পুকুরের পানিতে ক্ষতিকর ও নিষিদ্ধ কীটনাশক মিশিয়ে মাছ নিধন করছিলেন অভিযুক্ত আলী হোসেন। এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফরিদ মিয়া একটি অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমান করে তা আদায় করা হয়েছে অভিযুক্ত আলী হোসেনের নিকট থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here