এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ শুক্রবার বিকাল ৩ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া এলাকায় ভায়ের বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল করে ফিরছিলেন স্বামী সন্তান সহ টুম্পা খাতুন।
ফেরার পথে পাশাপাশি চলা একটি মোটরসাইকেলর ধাক্কায় সড়কে পারে যায় তার স্বামী কন্যা,আপর মোটরসাইকেল চালোক সহ তিনি। এসময় অপর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় টুম্পা খাতুন(২৮) । গুরুতর আহত হন টুম্পা খাতুন এর স্বামী ও অপর মোটরসাইকেল চালক। আহতদের উদ্ধার কর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
নিহত টুম্পা পুঠিয়া পৌরসভার ৮ নং ওয়াড কাঁঠালবাড়িয়া গ্রামের আবু সামার স্ত্রী। খবর পেয়ে ঘটনা স্থল থেকে ট্রাকটিকে আটক করে পবা হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পুলিশ জানান নিহতের স্বজনরা অনেক আবেদন করার কারনে ময়না তদন্ত ব্যতিত তাদের কাছে লাস হস্তান্তর করা হয়েছে।