বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচয়ে থানা পুলিশের রাত্রীকালিন বিশেষ অভিযানে একাধিক মামলার পালাতক আসামী গ্রেফতার করা হয়েছে। ১৮ ডিসেম্বর রাতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক গরু চুরি মামলার পলাতক ১নম্বর উত্তর -পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসামী মোঃ মোশিক মিয়া (২৮) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ রুবেল মিয়া (৩২) পিতা- মেগা মিয়া ওরফে নুর মিয়া, গ্রাম জাতুকর্নপাড়া, গড়ের হাটি, কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।