নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ পুলিশ সুপার(এসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতি সন্তান মোহাম্মদ নূরে আলম। সোমবার (৬ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখা এর সিনিয়র সহকারি সচিব মো. মাহবুবুর রহমান শেখ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপণে মোহাম্মদ নূরে আলম-কে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। তিনি বর্তমানে কিশোেরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ নূরে আলম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের বাসিন্দা মরহুম হাবিবুর রহমান এবং মর্জিনা বেগমের ছেলে। মোহাম্মদ নূরে আলম ৬ ভাই ৩ বোনের মধ্যে মেঝো।
মোহাম্মদ নূরে আলম ২৮ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।চাকুরীজীবনের প্রথমদিকে তিনি সিলেট ডিআইজি রেঞ্জের ষ্টার্ফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ, তিনি কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন অবস্থায় পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।
মোহাম্মদ নূরে আলম ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় হতে এসএসসি,ঢাকা কলেজ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ ও গবেষনায় মাষ্টার্স সম্পন্ন করেন।
ব্যাক্তি জীবনে স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক তিনি। স্ত্রী রোজলীন শহীদ চৌধুরী কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভ্রমণ, খেলাধূলা এবং সমাজ সেবা করতে ভালবাসেন মোহাম্মদ নূরে আলম।
পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগরবাসি আনন্দিত ও উচ্ছসিত। এ ব্যাপারে উচ্ছসিত নাসিরনগরের হরিপুরের স্থায়ী বাসিন্দা ও ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের সিনিয়র লেকচারার মোহাম্মদ আব্দুর রউফ বলেন, নাসিরনগরে বিসিএসে এসপি পদ মর্যাদার তিনিই প্রথম ব্যক্তি, আমরা গর্বিত।
এছাড়াও আগামীদিনে নিষ্ঠার সাথে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে অনেকেই পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিন্দন জানিয়েছেন।