এস এম মুন্নীঃ পৃথিবীর সবচেয়ে ছোট গরুর সন্ধান পাওয়া গিয়েছে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ। এই গরুর নাম রাখা হয়েছে রাণী। রাণীকে দেখতে গিয়ে রাণীর সাথে ছবিও তুলতে প্রতিদিনই চলছে হাজারও জনতার ভিড়। রানী এখন রয়েছে গিনেস বুকে নাম লেখার অপেক্ষায়।। রানীর উচ্চতা ২০ ইঞ্চি, ওজন ২৬ কেজি, লম্বা ২৭ ইঞ্চি, বয়স ২ বছর।