পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

0
104

 কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

১১ই জানুয়ারী শনিবার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল এর উপস্থিতিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বুলবুল দাশ গুপ্ত ও সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক তারেক মোঃ ফয়েজউল্লাহ, সিনিয়র শিক্ষক আবুল কাসেম বিটু।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোজাহের আহমদ,সাবেক ইউপি মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদুল হক, স্বেচ্ছাসেবকলীগের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার উদ্দিন বাবুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফ্রি বই ও উপবৃত্তি দিয় ছাত্র ছাত্রীর পড়া লেখার যেই সুযোগ করে দিয়েছেন তা ইতিহাসের কোথাও নেই।
তিনি সকল শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জন করে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করার আহবান জানান।তিনি আরো বলেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে হবে। এতে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শফিউল আলম। বক্তৃতাশেষে প্রধান অতথিকে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের পর প্রধান অতিথি পরিচালনা পরিষদের সভাপতি মশিউর রহমান রাজন কতৃক প্রবর্তিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শিক্ষাবৃত্তির আওতায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ৫০০০ টাকা ও বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জনকারীদের মাঝে ২০০০ টাকা করে নগদ অর্থ ও ক্রেস্ট এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির ঈদগাঁও উপজেলা প্রতিনিধি মোঃ ওসমান গনি (ইলি)কে সম্মাননায় ভূষিত করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে উষ্ণ আতিথেয়তা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here