ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁর পোরশায় ১৫৪ পরিবার পেলেন জমি ও গৃহ।
বুধবার ২২শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পরই এ উপজেলায় ১৫৪ পরিবারের কাছে জমি ও গৃহের দলিলাদী হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঢাকা তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বেধনী অনুষ্ঠান প্রদর্শনীর এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।