পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
26

ইসমাইল হোসেন পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ শিক্ষার মান উন্নয়নে নওগাঁর পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুলের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯শে জানুয়ারি সকাল দশটায় সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্ চৌধুরী ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়সাল শাহ্ চৌধুরী। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ, স্কুল ড্রেস প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এসময় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন মোল্লা, সহকারি শিক্ষক সেকেন্দার আলী সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং দেড় শতাধীক অভিভাবক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here