সম্মানিত মাধবপুর উপজেলার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ও আদাব !
আজ ২০ই মে,২০২১ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মাধবপুর উপজেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র আহবানে “প্রথম আলো পত্রিকা‘র সাংবাদিক রোজিনা ইসলামে‘র উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এক মানববন্ধন আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে মাধবপুর উপজেলার সকল কলম সৈনিক, বিএমএসএফ এর উপজেলা কমিটির সদস্যবৃন্দ,(সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির) সকল সদস্যবৃন্দ কে সকাল ১১ঘটিকার মধ্যে উপজেলা কার্যালয়ের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।
বিঃদ্রঃ, বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মাধবপুর উপজেলা কমিটির সকল সদস্য / সদস্যা উপস্থিতি বাধ্যতা মূলুক?
অনুরোধক্রমে
সাংবাদিক এম এ কাদের
সদস্য সচিব
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
মাধবপুর উপজেলা কমিটি
01711-991217,01611-991217