মোঃ হাউশ মিয়া, স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে ২২শে মে সোমবার সারাদেশের ন্যায় আওয়ামী লীগের বিক্ষোভ- মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
বেলা ৩টায় উপজেলা বঙ্গবন্ধু মোড়ালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাধবপুর পৌর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের গেইট সংলগ্ন গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ-সহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে বিএনপি-র হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করা হয়। শেখ হাসিনা ও শেখ রেহেনা বাহিরে থাকায় প্রাণে বেচেঁ যায়, তার পরেও শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করে সফল হয়নি ঘাতকরা।
এখন আবার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দেয়, এই বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা আবু সাঈদ চাঁদ ও ঈঙ্গিত দাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।