এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ কর আত্মসাৎ এর অভিযোগে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দায়ের। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রায় ২ হাজার একর জমির ভূমি উন্নয়ন কর আত্মসাতের অভিযোগে সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর চন্দ্র মালাকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক বিলাল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার (১৬ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশালের হিজলার সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর চন্দ্র মালাকার ২০২৩-২৪ অর্থবছরে হিজলার ধুলখোলা ইউনিয়নের খাস খতিয়ানের প্রায় ২ হাজার একর জমির ভূমি উন্নয়ন কর আদায় করলেও জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তা আত্মসাৎ করেছেন। সেক্ষেত্রে তিনি ৮৭টি ভুয়া দাখিলাসহ মোট ১০৫টি দাখিলার মাধ্যমে ১২ লাখ ১৩ হাজার ৭২১ টাকার কর আদায় করে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করা হয়েছে।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা-সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
(Formula: Dhakapost)