আশা করি ভালো আছো। পর সমাচার এইযে, আগে সারা মাসের মধ্যে ১০ দিন তোমার সাথে দেখা হতো। সপ্তাহে ২-৩ বার , কখনো পনেরো দিনে ৩ বার দেখা হতো, না হলেও মাসে ২-৩ বার দেখা হতোই।
কিন্তুু এখন তোমার ২০২৩ সালে তোমার যা দাম বেড়েছে আর কখনও দেখা হবে কিনা জানি না। নাকি খাসির গোস্তোর মতো তোমাকেও বিদায় জানাতে হবে? তুমি এখন অনেক বিলাসী পণ্য হয়ে গেছ। বড় বড় অনুষ্ঠানে ছাড়া তোমাকে হয়তো দেখা পাওয়া যাবে না। নিম্নমধ্যবিত্তরা তোমাকে কবেই বিদায় জানিয়েছে, এখন মধ্যবিত্তরাও তোমাকে বিদায় জানানোর অপেক্ষায় আছে।
আগামী কোরবানীর ঈদে হয়তোবা দেখা হতে পারে তোমার সাথে। ভালো থেকো সেই পর্যন্ত
———