স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে এক কলেজছাত্রকে অপহরণ করে তুলে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী যুবক পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র নাজমুল আকন (২৩)। তিনি মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের জালাল আকনের ছেলে। একই উপজেলার গাজিপুর সাকিনের মো. আউয়ালের মেয়ে অভিযুক্ত ইশরাত জাহান পাখি (২৫)। মামলায় ওই তরুণীসহ অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।