মোঃ ইসমাইলুল করিম, বান্দরবান থেকেঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রথম প্রহরে বান্দরবানের লামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিনে জাতীয় শিশু দিবস ও জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে ফাইতং ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ নানান কর্মসূচির আয়োজন করে। এই দিকে সকাল সাড়ে ৮ টায় ফাইতং উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায়পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামিলীগ আহবায়ক মোঃ জালাল উদ্দীন কোম্পানি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামিলীগ সদস্য সচিব মো. ওমর ফারুক, সদস্য শেখ এইচ এম আহসান উল্লাহ, সদস্য বেলাল উদ্দিন বিপ্লব, কৃষকলীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় সহ ইউনিয়ন আওয়ামিলীগ নেতৃত্বে এবং ইউপি সদস্য ও স্থানীয় সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।