ফান্দাউক দরবার শরীফে এসে হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

0
102

এম এ কাদেরঃ ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলা নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফে এসে এক হিন্দু যুবক সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত সোমবার ( ১২ই সেপ্টেম্বর )  রাত ১২টার দিকে দরবার শরীফে এসে হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয় কর্তৃক ধর্ম পরিবর্তনের এভিডেভিডসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন বৃন্ত দেবনাথ। সে পার্শ্ববর্তী লাখাই উপজেলার বামৈ গ্রামের বাবুল দেবনাথের ছেলে। মুসলমান হওয়ার পর তার নাম মোঃ নূর ইসলাম রাখা হয়েছে।

জানা যায়, গত ৬ মাস পূর্বে থেকে তার কাছে ইসলাম ধর্মের রীতিনীতি, আইনকানুন চলেফেরা ভালো লাগে। এ থেকেই জেনে বুঝে সে ইসলাম ধর্ম গ্রহণ করে।
এসময় পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী বলেন, এই যুবক ভাইটিকে আল্লাহ হেদায়াত দান করেছেন বিধায় সে ইসলাম ধর্মের প্রতি দীক্ষিত হয়ে মুসলমান হয়েছে। আমি এই ভাইটির জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সেই সাথে তার যেকোনো প্রয়োজন ও সমস্যায় প্রতিটি মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here