মোঃকামরুল ইসলাম খান, ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন ফুলপুর গড়তে উপজেলা প্রশাসন ও ফুলপুর থানার উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান নেতৃত্ব দেন। এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুলপুরে আইন শৃঙ্খলা, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসন, বাজার সমুহের প্রধান সড়কসহ আমুয়াকান্দা, ভাইটকান্দি বাজার যানজট মুক্ত, বাল্যবিবাহ, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, বিভিন্ন স্থানে জলবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে তাৎক্ষণিকভাবে ফুলপুর বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করতে ও পরিচ্ছন্ন ফুলপুর গড়তে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে কয়েক শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, পৌর মেয়র মি. শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান ও ট্রাফিক সাব-ইন্সপেক্টর আজিজুল হক, সাংবাদিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও পুলিশ ফোর্স এসময় উপস্থিত ছিলেন।