ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সাগর নামে এক কিশোর নিহত

0
92

মোঃকামরুলইসলাম খান, ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ভাঙা সড়কে অটো উল্টে সাগর (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ৩রা মে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সাগর উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের মৃত সাইদুল ইসলামের একমাত্র ছেলে। সে আমুয়াকান্দা বাজারে সুমন কীটনাশক দোকানের কর্মচারী।

ঘটনাস্থল ও পরিবার সূত্রে জানা যায়, সাগরের চাচা জাহাঙ্গীর হোসেন (৪৫) বেগুন ভর্তি অটো চালিয়ে আমুয়াকান্দা বাজারে যাচ্ছিলেন। এসময় সাগরও আমুয়াকান্দায় সুমনের কীটনাশকের দোকানে কাজে যেতে চাচার অটোতে উঠে পড়ে। পরে পয়ারী জামতলা সংলগ্ন ফিশারী এলাকায় আসলে ভাঙা সড়কের খাদে পড়ে উল্টে ফিশারীতে পড়ে যায় অটো এসময় সাগরের মাথা পড়ে অটোর নিচে।

এতে সাগর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তার চাচা তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে একটি সাধারণ ডায়েরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here